মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৫:০০

অবশেষে পাওয়া গেল সর্বোচ্চ গতির বোলার

অবশেষে পাওয়া গেল সর্বোচ্চ গতির বোলার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের আয়োজন ‘রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইনের প্রথম পর্ব গতকাল শেষ হয়েছে।

গতকাল সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এদিন রবি সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে আয়োজিত এই ক্যাম্পেইনটিতে অংশ নিতে আগ্রহী তরুণ-তরুণীরা ভিড় জমায়। আর এখানেই বিসিবি ফতুল্লায় পাওয়া গেল সর্বোচ্চ গতির এক বোলার।

এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মোট ১২৫০ জন ফাস্ট বোলার নিবন্ধন করেছিল। এদের মধ্যে ৮৬৯ জনকে যোগ্য প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়। অংশগ্রহণকারীদের যাচাই-বাছাই শেষে ৭ জন ছেলে ফাস্ট বোলারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। ফতুল্লায় সব চেয়ে দ্রুতগতির ফাস্ট বোলারের গতি ছিল প্রতি ঘণ্টায় ১৩৪ কিলোমিটার। যা দেশজুড়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে