স্পোর্টস ডেস্ক: সেল্টা ভিগো ম্যাচে মেসি যে পেনাল্টি থেকে সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন, সেটা দেখে এখনও বিষ্মিত গোটা ফুটবলবিশ্ব। রয়েছে বিতর্কও। গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা আলোচনা করছেন, এরকমভাবে পেনাল্টিতে গোল করা যায় কিনা। অথবা এই কাজটা করে মেসি ঠিক করেলন নাকি ভুল করলেন।
দুনিয়ার কে কী ভাবলো, তাতে বয়েই গিয়েছে ফুটবল যুবরাজের। তাই মাত্র একটা দিন কাটতে না কাটতেই ফের আলোচনায় মেসি। এবং এবারও গোল করার জন্য প্র্যাকটিস আর্জেন্টিনার এ রাজপুত্র।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস