মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৫:৩৮

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী আবারো হাসপাতালে

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী আবারো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলিকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯৮৪ সালে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে অবসর নেয়ার পর থেকেই আলী ভুগছেন পারকিনসন রোগে।

মূত্রনালীতে গুরুতর সংক্রমণের চিকিত্সা শেষে গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পান আলি। আলিকে হাসপাতালে নেয়ার প্রসঙ্গে পরিবারের ঘনিষ্ট এক সূত্র বলেন, ‘তিনি সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বিছানায় যাওয়ার পরের দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘুম থেকে ওঠেননি। তারা ভেবেছিল, তিনি হয়ত খুব ক্লান্ত।’
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে