স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল মাঠ মারাদোনা, মেসি, আগুয়েরাদের পায়ের জাদু দেখেছে। এবার মারাদোনার দেশের ফুটবল মাঠ খুনেরও সাক্ষী থাকলো।
আর্জেন্টিনার করডোবায় দু’টি ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচ চলছিল। বিপক্ষ দলের খেলোয়াড়কে বিশ্রীভাবে ফাউল করার জন্য এক ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। তর্কাতর্কির পরেই রেফারি সিজার ফ্লোরেসকে লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করেন লাল কার্ড দেখা ওই ফুটবলার। রেফারি সিজারের মাথা, গলা এভং বুক লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোঁড়েন ওই ফুটবলার। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেফারি সিজারের।
ওয়ালটার জারেট নামে আরও এক ফুটবলারও গুলিবিদ্ধ হয়েছেন। তবে, হাসপাতালে চিকিৎসাধীন ওই ফুটবলারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। খুনি ফুটবলারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মাঠে ওই ফুটবলার বন্দুক পেলেন কিভাবে পেলেন তাও তদন্ত করে দেখছে পুলিশ।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস