স্পোর্টস ডেস্ক : দেশের যুব ক্রিকেট দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজের বেড়ে ওঠার যায়গা খুলনায় যান মঙ্গলবার বিকালেই।
বীরের বেশে ঢাকা থেকে খুলনার খালিসপুরের উদ্দেশ্যে রওয়ানা হন মিরাজ। খালিসপুরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হয় এলাহিকাণ্ড।
এটাই ক্রিকেট জীবনে মিরাজকে বিরাট উৎসাহে বরণ করে নেয়ার বড় ঘটনা। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে গাড়ি থেকে নামেন মিরাজ।
গাড়ি, পিকআপ ভ্যান, কয়েক শ মোটরসাইকেল আর হাজারো মানুষ এসে জড়ো হয় সেখানে। শুধু মিরাজ মিরাজ শ্লোগান দেয়া হয় সেখানে।
বালকরা মেতে ওঠে পটকা বাজানোর কাজে। সেখানে হাজির হন মিরাজের গুরুজনরাও। মিরাজের প্রথম কোচ আল মাহমুদ তাকে জড়িয়ে ধরেন।
এর আগে এমন অবস্থার মুখে পড়েননি তিনি। সিচুয়েসন দেখে বেশ হকচকিয়ে যান তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর