শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৮:২৯

১ বিলিয়ন ফলোয়ার পার করার রেকর্ড গড়লেন রোনালদো

১ বিলিয়ন ফলোয়ার পার করার রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : মাঠে গোল করে অনেক রেকর্ড ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের এই তারকা এখন আল নাসরের হয়ে গোল করে যাচ্ছেন। কিছুদিন আগেই নিজের ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম অ্যাথলেট হিসেবে ১ বিলিয়ন ফলোয়ার পার করার রেকর্ড গড়লেন রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্লাটফর্মে আইডি রয়েছে রোনালদোর। কিছুদিন আগেই ইউটিউবে চ্যানেল খুলেছেন তিনি। তারপর ইউটিউবে নানা রেকর্ড গড়েছেন রোনালদো। এবার সকল প্লাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন ফলোয়ার পার করলেন আল নাসরের এই তারকা।

রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণের মধ্যে রয়েছে— ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরও বেশকিছু মাধ্যম। যেখানে রোনালদোর ইনস্টাগ্রামে ৬৩৮ মিলিয়নের উপরে, ফেসবুকে ১৭০ মিলিয়নের উপরে, এক্সে ১১৩ মিলিয়নের উপরে এবং ইউটিউবে ৬০ মিলিয়নের উপরে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঐতিহাসিক অর্জনের কথা জানান রোনালদো। দীর্ঘ সেই পোস্টে সমর্থকদের তার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানান। একেবারে দারিদ্র পরিবার থেকে উঠে আসা রোনালদো নিজের সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের কিছুদিন আগেই ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। গত সপ্তাহে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে দলকে জেতান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে