বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৪:৫৯

পিএসএলে সাকিব-মুশফিকে চ্যালেঞ্জ দিয়ে মাঠে নামছেন তামিম

পিএসএলে সাকিব-মুশফিকে চ্যালেঞ্জ দিয়ে মাঠে নামছেন তামিম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগকে মাতিয়ে তুলছেন ৩ টাইগার ক্রিকেটার। এর আগে একটি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামে সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

এবার পিএসএলে সাকিব-মুশফিকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাঠে নামছেন তামিম ইকবাল। পয়েন্ট টেবিলের হিসাব নিকাশের কারণেই এমনটা।

তামিমের দল পেশোয়ার জালমি পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে। ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা করাচির বিপক্ষে জয় পেলে জালমি এক নম্বরে উঠবে। এই টার্গেটে মাঠে নামবে আফ্রিদিরা।

দুইজন টাইগার ক্রিকেটার এই ম্যাচে ফলাফল নির্ধারণে কতটা ভূমিকা রাখে সেটা দেখার বিষয় এখন।

টাইগারপ্রেমীদের দৃষ্টি কেড়ে নেয় এর আগের সেই ম্যাচ। সাকিবের বল মোকাবেলা করার সুযোগ পান তামিম ইকবাল। সে সময় মোহাম্মদ হাফিজকে নিয়ে উইকেটে ছিলেন তামিম।

সাকিব সেবার বেশ ধোলাই খান হাফিজ ও তামিমের কাছে। দুই ওভারে সাকিব ২৬ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন। ম্যাচের নায়ক ছিলেন তামিমই।

এবার সাকিব ও তামিমের মধ্যে হবে আর একটি লড়াই। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে হবে এই লড়াই। সাকিবের করাচিং কিংসের হয়ে মাঠে নামতে পারেন মুশফিকও।

অন্যদিকে পেশোয়ার জালমিতে বাংলাদেশি ক্রিকেটার তামিম একাই। এর আগের ম্যাচে বড় ব্যবধানে জয় পায় তামিমরা।

এবার হয়তো সাকিব ও মুশফিক মিলে তামিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টাই করবেন। প্রসঙ্গত, এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে দুবাই স্টেডিয়ামে শুরু হবে।
১৭ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে