বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৩:৪৩

ব্যাটিং তাণ্ডবে গেইলকে ভিলেন বানালেন আফগানিস্তানের নবী

ব্যাটিং তাণ্ডবে গেইলকে ভিলেন বানালেন আফগানিস্তানের নবী

স্পোর্টস ডেস্ক : ওপেনার ব্যাটসম্যান হিসাবে জ্বলে ওঠেন ক্রিস গেইল। দুর্দান্ত ব্যাট করেছেন এই ক্যারিবীয় মানবরুপি দানব।

পাকিস্তানের সুপার লিগে গেইলদের পর ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ নবীরা। মোহাম্মদ নবী অসাধ্যকে সাধন করেছেন। নিজের ব্যাটিং তাণ্ডবে গেইলকে ভিলেন বানালেন আফগানিস্তানের নবীই।

ব্যাট হাতে কল্পনাকে রুপ দিয়েছেন বাস্তবে। আর তাতে নস্যাৎ হয়েছে গেইলদের স্বপ্ন। গেইলদের দেয়া বিশাল টার্গেট তাড়া করে জয় পায় নবীর দল।

গেইল দাপটে লাহোর কান্দাহার কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে ২০২ রানের টার্গেট দেয়। এই টার্গেটে তাড়া করে জয় পেয়েছে গ্লাডিয়েটরস।

মোহাম্মদ নবী ১২ বলে ৩০ রান করেই টপকে যান গেইলকে। গেইল খেলেছেন ৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। গেইলের রান রেট যেখানে ১৭৬ আর আফগান তারকা নবীর রান রেট এখানে ২৫০।

উইকেট হারানোর মিছিল দেখা যায় গ্লাডিয়েটরসে। এখান থেকে দলকে রক্ষা করেন নবী। দলের জয় নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মোহাম্মদ নবী।

পয়েন্ট টেবিলে কোয়েটা গ্লাডিয়েটরস বেশ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। নবীর দাপটে এখন ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে কোয়েটা। অন্যদিকে সবার নিচে রয়েছে গেইলের লাহোর।   
১৭ ফেব্রুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে