স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান ওমর আকমল গড়েছেন অনন্য এক কীর্তি। ওমর আকমল যেটা করেছেন তার দলের অন্য কেউ করতে পারেনি সেটা।
লাহোর কান্দাহারকে রানের পাহাড়ে নিয়ে যান কামরান আকমলের ছোট ভাই ওমর আকমল। গেইল ৬০ রান করে আউট হলে ব্যাটিংয়ে নামেন তিনি। এখানে ফের তাণ্ডব সৃষ্টি করে তাক লাগালেন ওমর আকমল।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওমর আকমল। গেইলের পর দলীয় ১৪২ রানের সময় ৬১ রান করে বিদায় নেয় অপর ওপেনার আজহার আলী।
আর কোনো উইকেট হারায়নি লাহোর কান্দাহার। ব্রাভোকে নিয়ে শেষ পর্যন্ত ব্যাট করেন ২০১ রান সংগ্রহ করেন আকমল।
ওমর আকমল ২৫ বলে ৫৫ রান করে ব্রাভোকে নিয়ে মাঠ ছাড়েন। ছয়ে-চারে সমান দাপট ছিল ওমরের। ওমর আকমল ৪টি ছয় ও ৪টি চার মারেন এ দিন। রান রেট ২২০।
আকমলের দুর্দান্ত ক্রিকেটের জৌলুস কেড়ে নেন আফগানিস্তানের নবী। নবীর অতিমানবীয় ইনিংসে এদিন হেরে যায় লাহোর।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর