স্পোর্টস ডেস্ক : আর কোনো বাধা নেই। সব দিক থেকেই ক্রিকেট পাগলদের জন্য এসেছে সুখবর। শেষ মূহুর্তে বেশ চিন্তার ভাজ ছিল আইসিসি কর্মকর্তাদের কপালে।
পাকিস্তান সরকারের ঘোষণায় এবার খুশি আইসিসি কর্মকর্তারা। পাকিস্তানের ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার বিষয়ে বেঁকে বসে এর আগে।
নিরাপত্তা ইস্যুতে পিসিবির আপত্তি ছিল ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে। পরে পাকিস্তানের সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে পিসিবি সভাপতি শাহরিয়ার খান।
পাকিস্তান সরকার অনুমতি দিয়েছে এই আসরে অংশ নেয়ার। অন্যদিকে পাকিস্তানের পরিবর্তে অন্যকোনো দেশকেও এই সময়ের মধ্যে ডাক দেয়নি আইসিসি।
ভারতের সরকার পাকিস্তানের ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা দিতে বেশ আন্তরিক। সব দিক থেকেই যেন ক্রিকেটভক্তদের জন্য সুখবর।
আইসিসি কর্মকর্তারাই বলেছে, পাকিস্তান না আসলে এই আসর অনেকটাই সৌন্দর্য হারাবে। টুর্ণামেন্টের সবচেয়ে উপভোগ্য ম্যাচ হবে ভারত ও পাকিস্তানের লড়াই।
তবে এবার চিন্তা কমল ভক্তদেরও কেননা পাকিস্তান অংশ নিবে ও ভারত বনাম পাকিস্তানের মধ্যেকার কাঙ্ক্ষিত সে লড়াই মাঠে গড়াবে।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর