স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে ঘটে এই ঘটনা। ব্যাট করছিলেন বিপিএল কাঁপানো আহমদ শেহজাদ। বল করছিলেন ওয়াহাব রিয়াজ।
ওয়াহাব রিয়াজের বলে একটি ছক্কা হাঁকান শেহজাদ। রিয়াজের পরের বলে বলে বোল্ড হন শেহজাদ। এর পরে বুনো উল্লাস করেন রিয়াজ।
এটি সহ্য হয়নি শেহজাদের। শেহজাদ ব্যাট দিয়ে আঘাত করতে যান রিয়াজকে। ব্যাট দিয়ে না মারলেও ধাক্কাধাক্কিতে লেগে যান ওই জন।
সেদিনের ঘটনায় দুইজনকেই জরিমানা করেছে পিসিবি। এখন এই বিষয়ে বার্তা দিয়েছেন তারা দুই জনেই। নিজেদের ভুল স্বীকার করেছেন তারা।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ওয়াহাব লিখেন, তরুণরা যেন এই বিষয়টি ফলো না করে, প্লিজ। রিয়াজ বলেন, সেদিন ম্যাচে জয় পাওয়ার জন্য খুবই চাপ ছিল মাথায়। কিন্তু এর আবেগটা হাস্যকরই বটে।
শেহজাদ এটাকে তিক্ত ঘটনা হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটা এখন অতীত। পরে তিনি রিয়াজের মঙ্গল কামনা করেন। নিজেদের বিশ্বকাপ দলের সাফল্য কামনা করেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর