বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৩:৩১

আনুষ্কাকে নিয়ে কোহলিকে খোঁচা দিলেন সাংবাদিকরা, মেজাজ হারিয়ে কি বললেন কোহলি?

আনুষ্কাকে নিয়ে কোহলিকে খোঁচা দিলেন সাংবাদিকরা, মেজাজ হারিয়ে কি বললেন কোহলি?

স্পোর্টস ডেস্ক : অনেকদিন পর সংবাদ সম্মেলনে আসেন বিরাট কোহলি। তার প্রেমিকা অনুষ্কাকে নিয়ে খোঁচা দেন সাংবাদিকরা।

খোঁচা দেয়া প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে ফেলেন কোহলি। প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্নও করেন বিরাট কোহলি। সম্প্রতি বিলাসী ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টি’সো কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে।

কোহলির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন এখন কাউকে ঘড়ি উপহার দিলে বলিউডের কাকে দিবেন? এই প্রশ্নের অর্থ বুঝে যান দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সামাল দিয়ে আসা কোহলি।

কাঁটা গায়ে লবণ ছিটার মত জ্বলে ওঠেন তিনি। কেন এই প্রশ্ন সেটি জিজ্ঞেস করেন কোহলি। তবে আরো নানা প্রশ্নবাণে জর্জরিত হন বিরাট।

পরে মেজাজ হারিয়েই একরকম সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। কোহলি বলেন, অস্ট্রেলিয়ার উইকেট ছিল ছক্কা হাঁকানোর মতন।

বিরাট বলেন, আপনারা সহজ প্রশ্ন করবেন। প্যাঁচানো প্রশ্ন করবেন না। আপনারা কেন এমন প্রশ্ন করেন। পরে তিনি রাগাত্মক ভঙ্গিতে বলেন, আমি রিলেশনশিপ কাউন্সিলর নই। তাই আমাকে এই প্রশ্ন না করে, বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করুন!

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলা শুরু করলেও ভিন্ন বিষয় দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হওয়া কোহলি।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে