স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে পুরোদমে চলছে ভারতের প্রস্তুতি। আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারত।
পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে ভারতে শক্ত চ্যালেঞ্জ জানিয়ে রেখেছে টাইগাররা। সুতরাং তাদেরকে হালকা করে নেয়ার কোনো সুযোগ নেই টিম ইন্ডিয়ার জন্য। সে জন্য প্রস্তুতিতে ভীষণ মনযোগী জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা, শুভমান গিলরা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ভারতীয়রা। ব্যাট হাতে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিরা যেমন ব্যস্ত। তেমনই বল হাতে নিজেদের অস্ত্রগুলোয় শান দিচ্ছেন বুমরাহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনও। তবে তাদের মধ্যে অনুশীলনে একটু বেশিই মনযোগী বিরাট কোহলিই।
অবশ্য কোহলির বেশি মনযোগী হওয়ারই কথা। দীর্ঘ ৮ মাস পর টেস্ট খেলতে নামছেন তিনি। তাই নেটে ব্যাটিংটা ভালোমতো ঝালিয়ে না নিলে চলে! বোলারদের একের পর এক ছুড়ে দেয়া বলগুলো ঠেকানোর পাশাপাশি চার-ছক্কা মারার অনুশীলনও সেরে নিচ্ছেন কোহলি।
প্রস্তুতি যে কোহলি উপভোগ করছেন, তা তার ব্যাটিং অনুশীলন দেখলেই অনুভব করা যায়। ব্যাটে বলে হচ্ছে দারুণ টাইমিং। যার প্রমাণ মিলেছে তার খেলা একটি শটে। নেটে অনুশীলনের সময় কোহলির খেলা একটি শটে এম চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ফুটো হয়ে গেছে।
কোহলির ছয় মেরে দেয়াল ফুটো করে ফেলার ঘটনাটি ধরা পড়েছে এক ভিডিওতে। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে ভারতীয় তারকার ভক্তসমর্থকদের নানান মন্তব্যে পুর্ণ হয়ে উঠছে মন্তব্যঘর।
এক ভক্ত লিখেছেন, 'গোট তার চিহ্ন দেয়ালে রেখে দিলেন।' আরেকজন লিখেছেন, অনুশীলনের সময় কোহলি চিপকের দেয়াল ভেঙে ফেলেছেন।'