স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রায় দুইমাস আগেই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগে ইনজুরিতে পরে দল থেকে ছিটকে যান নাথান এলিসের পর রাইলি মেরেডিথ ও হ্যাভিয়ের বার্টলেটেরও। তাদের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন কুপার কোনোলি, বেন ডোয়ার্শিস। তাদের পাশাপাশি রিজার্ভ হিসেবে তরুণ পেসার মাহ্লি বিয়ার্ডমেনকেও উড়িয়ে নেওয়া হচ্ছে ইংল্যান্ডে।
স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো স্পিনার অলরাউন্ডার কুপার কোনোলির। এরপর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও খেলেন বাঁহাতি এই স্পিনার।
কোনোলি এই দুই সিরিজের জন্য আগেই দলে সুযোগ পেয়েছিলেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে তাকে দলে নেয়ার ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বেন ডোয়ার্শিস টি-টোয়েন্টি সিরিজে প্রথম ছিলেন না। তবে নাথান এলিসের ইনজুরিতে কপাল খুলল বাঁহাতি এই পেসারের।
এদিকে পেশিতে অস্বস্তি থাকা সত্ত্বেও ওয়ানডে দলে রেখে দেয়া হয়েছে অজি পেসার জস হ্যাজেলউডকে। আর মূল স্কোয়াডে সুযোগ না পেলেও রিজার্ভ ক্রিকেটার হিসেবে প্রথমবার জাতীয় দলের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন ১৯ বছর বয়সী বিয়ার্ডমেন।
অস্ট্রেলিয়ার পরিবর্তিত স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, কুপার কোনোলি, বেন ডোয়ার্শিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
রিজার্ভ: মাহ্লি বিয়ার্ডমেন