বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১৩:৪১

কিউদের কোচ হয়ে বাংলাদেশের প্রশংসায় যা বললেন জার্সেনসেন

কিউদের কোচ হয়ে বাংলাদেশের প্রশংসায় যা বললেন জার্সেনসেন

স্পোর্টস ডেস্ক : টাইগারদের কোচ ছিলেন এই জার্গেনসেন। বাংলাদেশকে অনন্য উচ্চতায় তোলেন তিনি। ২০১১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ নিযুক্ত হন জার্গেনসেন। পরে তাকে প্রধান কোচ করা হয়।

জার্গেনসেন এবার নিউজিল্যান্ড দলের কোচ হয়েছেন। শিগগিরই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য উড়ে আসবে নিউজিল্যান্ড।

জার্গেনসেনের সময় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে। জার্গেনসেন নিউজিল্যান্ডের বোলিং কোচ হয়ে বলেন বাংলাদেশের কথা।

তিনি বলেছেন, আমি দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছি। বাংলাদেশ কিভাবে পর্যায়ক্রমে উন্নতি করে সেটি আমি দেখেছি।

উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কাজে লাগাতে চান তিনি। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তা দেখার মত।

প্রসঙ্গত, টাইগারদের সাবেক কোচ এখন শত্রু হতেই যাচ্ছে এদেশের জন্য। বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হলে তিনি বাংলাদেশের দুর্বলতাকে কাজে লাগাতে চেষ্টা করবেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে