বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪০:১৬

ঢাকায় আমিরাত, যাত্রাপথে রয়েছে যে ৩ দেশের ক্রিকেটাররা

ঢাকায় আমিরাত, যাত্রাপথে রয়েছে যে ৩ দেশের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : ঢাকা মেতে উঠবে ব্যাট-বলের ঝঙ্কারে। হাতে একটি সপ্তাহও নেই। মূল লড়াইয়ের আবহ আকাশে বাতাসে।

এই লড়াইয়ের জন্য এরই মধ্যে ঢাকায় এসেছে আরব আমিরাত। উড়ে আসছে আরো ৩ টি দেশ। বুধবার সন্ধ্যার আগেই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাদের।

এই দেশ তিনটি হলো আফগানিস্তান, হংকং ও ওমান। ১৯-২২ ফেব্রুয়ারি বাছাইপর্বের ম্যাচ রয়েছে এই ৪টি দেশের। এজন্য অন্য দেশগুলোর চেয়ে আগে ঢাকায় আসছে তারা।

ফতুল্লার ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এসব ম্যাচ। বাছাইপর্বের মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে মূল লড়াইয়ে অংশ নেবে একটি দেশ।

প্রতিটি দেশই জয়ের স্বপ্ন নিয়ে পা রেখেছে বাংলাদেশে। তবে ধারনাগত দিক থেকে বললে বলতে হবে আফগানিস্তানের কথা।

মোহাম্মদ নবীরা বেশ শক্তিশালী একটি দল। তবে লড়াই করতে যানে হংকংও। এখন দেখার বিষয় ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু যাওয়া এশিয়াকাপে এই দেশগুলোর মধ্যে চমক দেখায় কোন দেশ।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে