স্পোর্টস ডেস্ক : বড় একটি ঝামেলা বেঁধেই গেল। আইসিসি এবারের এশিয়াকাপ আয়োজনের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে।
কিন্তু ভারতীয় একটি টিভি চ্যানেল উদ্ভট সময়সূচি নিয়ে হাজির। সময়সূচি নিয়ে নতুন করে বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সবারই জানা আছে যে, স্টার ইন্ডিয়া এশিয়াকাপের প্রচার স্বত্ব পেয়েছে। এই টিভি চ্যানেলটি চায় তাদের দর্শকদের সঠিক সময়ে ম্যাচ শুরু করতে।
কিন্তু তাতে সমস্যা হবে বাংলাদেশের দর্শকদের। মাঠের দর্শকরা পড়বে বেশ বিপাকে। রাত সাড়ে আটটায় ম্যাচ শরু করার জন্য চাপাচাপি করে স্টার ইন্ডিয়া।
বিসিবি রাজি সাড়ে সাতটায় ম্যাচ শুরু করার জন্য। এ সময় ম্যাচ শরু হলে শেষ হবে হয়তো রাত এগারটায়। দর্শকরা স্বাভাবিকভাবে বাসায় ফিরতে পারবে।
টিভি দর্শকরাও খেলা শেষে তাদের স্বাভাবিক জীবনে থাকবে। কিন্তু রাত ১২ টায় ম্যাচ শেষ হলে বিপাকে পড়বে সবাই।
এশিয়াকাপের এই বিষয়টি নিয়ে বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে স্টার ইন্ডিয়ার এ দাবিকে উদ্ভট হিসাবেই দেখা হচ্ছে।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর