বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৫:২৪

অবিকল আফ্রিদির মতো এক মানুষের সন্ধান

অবিকল আফ্রিদির মতো এক মানুষের সন্ধান

ঢাকা: দেখতে অবিকল পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি মতো। কথা বলার ধরন, হাঁটাচলা, সানগ্লাস পরা এমনকি চুলের কাটিং; সব কিছুতেই আফ্রিদির ছড়াছড়ি। অবিকল আফ্রিদির মতো এই মানুষটির সন্ধান মিলেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

তবে সব জায়গায় মিল থাকলে একটি জায়গায় অমিল রয়েছে। ক্রিকেটার আফ্রিদি ব্যাটে-বলে আলো ছড়িয়ে সবার নজর কাড়েন। তবে নকল আফ্রিদি একজন ট্রাক ড্রাইভার। নজর মাহমুদ নামের এই নকল আফ্রিদি থাকেন সংযুক্ত আরব আমিরাতের শারজায়।  

পিএসএলে আফ্রিদির পোশোয়ার জালমির একটি খেলাও নকল আফ্রিদি মিস করেন না। ক্রিকেট দুনিয়াকে মাতিয়ে রাখা পাকিস্তান দলপতি শহীদ আফ্রিদির ভীষণ ভক্ত তিনি। পিএসএলে সন্ধান মেলা নকল আফ্রিদিরও বাড়ছে ভক্ত সংখ্যা। মাঠে খেলা দেখতে আসলে গ্যালারিতে তাকে নিয়ে কাড়াকাড়ি চলে! কার আগে কে নেবে অটোগ্রাফ; কে তুলবে সেলফি।

নিজেকে আফ্রিদির মতোই দেখতে লোকমুখে নজর মাহমুদ শুনে আসছেন এমনই। নজর বলেন, ‘অনেকেই বলত, আমি নাকি আফ্রিদির মতোই দেখতে। তাই আমার বন্ধুরা বলল, আফ্রিদির মতো করেই চুল কাটতে। যাতে আরো বেশি বেশি করে আমাদের একরকম দেখতে লাগে। সত্যি সত্যিই তা-ই হলো। চুল কাটার পর থেকে, পথেঘাটে লোকে আমাকে আফ্রিদি ভাবতে শুরু করল! ব্যাপারটায় মজা পেয়ে গেলাম। আরো বেশি করে আফ্রিদির হাঁটাচলা, কথা বলার ধরন খুঁটিয়ে দেখতে লাগলাম। নকল করলাম।’
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে