বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৬:৪৩

টাইগার মুস্তাফিজের কাঁধে উঠেছে নতুন এক দায়িত্ব

টাইগার মুস্তাফিজের কাঁধে উঠেছে নতুন এক দায়িত্ব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা বোলিং প্রতিভা মুস্তাফিজুর রহমানের কাঁধে উঠেছে গুরু দায়িত্ব। জাতীয় দলের এই আইকনকে পাকিস্তানের সুপার লিগে খেলতে যাওয়ার অনুমোদন দেয়নি বিসিবি।

দেশের মাটিতে অনুশীলন ও ফাঁকে ফাঁকে বিজ্ঞাপণ নিয়ে ব্যস্ত থেকেছেন তিনি। আর এমন সময় তাকে নতুন এক দায়িত্ব দিয়েছে কোকা-কোলা।

কোকা-কোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে তাকে। বুধবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

প্রতিষ্ঠানটির মুখ্য কর্মকর্তা শাদাব খান বলেন, মুস্তাফিজ দেশের একজন সেরা ক্রিকেটার। আমরা তাকে সংযুক্ত করতে পেরে আনন্দিত।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে