বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩২:১১

ভারতীয় টিভিকে খুশি করতে ‘উদ্ভট’ সময়ে শুরু হতে পারে এশিয়া কাপের ম্যাচ

ভারতীয় টিভিকে খুশি করতে ‘উদ্ভট’ সময়ে শুরু হতে পারে এশিয়া কাপের ম্যাচ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে ভারতের ‘স্টার ইন্ডিয়া’ টিভি চ্যানেল। আর এই টিভি চ্যানেলটির চাপেই ‘উদ্ভট’ সময়ে এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শুরু হবে।

ভারতীয় টিভি দর্শকদের কথা মাথায় রেখে সব চ্যানেলটি প্রতিটি ম্যাচ রাত সাড়ে আটটায় শুরুর জন্য চাপাচাপি করে আসছিল। তবে, সেটা পুরোপুরি মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাঠের দর্শকদের ঘরে ফেরার ঝক্কির কথা ভেবে ৭টা ৩০ মিনিটের নিচে খেলা শুরুর সময় পেছাতে রাজি হয়নি বিসিবি। সাড়ে সাতটায় শুরু হলেও দুই অর্ধ মিলিয়ে ৪০ ওভারের ম্যাচ শেষ হতে রাত প্রায় ১১টা বেজে যাবে।

তবে গভীর রাতে ম্যাচ শেষ করে দর্শকরা বাসায় ফেরার বিষয়টি বিসিবি’র মাথায় রয়েছে কিনা তা জানা যায় নি।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্ব। এর আগে, ১৯ তারিখ থেকে আফগানিস্তান ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ালিফায়িং ম্যাচ। চলবে ২২ তারিখ পর্যন্ত।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে