স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ খেলতে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এখন দুবাইয়ে অবস্থান করছেন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলছেন করাচি কিংসের হয়ে। ক্রিকেট মাঠ কাঁপানোর পাশাপাশি মুশফিক যে ফুটবলেও কম যান না, তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন।
করাচি কিংসের অনুশীলন ক্যাম্পে ফুটবল নিয়ে মুশফিকের কসরত সবার নজর কেড়েছে। মুশফিক ফুটবলটি কখনো ডান পা, কখনো বাম পা কখনো’বা মাথার উপর মাটিতে না ফেলে এভাবে একটানা রেখে যে ভেলকি দেখিয়েছেন। তা অনেক ফুটবলারই পারে না। সতীর্থদেরই একজন মুশফিকের এই ফুটবল ম্যাজিক ভিডিও করে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে তা ভাইরাল হয়েছে।
মুশফিকুর রহিমের অফিশিয়াল ফেসবুক ফ্যানপেজেও তা প্রকাশ পেয়েছে।
প্রসঙ্গত, ক্রিকেটাররা শারীরিক অবস্থা ঠিক রাখতে ব্যায়াম হিসেবে ফুটবল খেলে থাকেন। মুশফিক সেই ধারাবাহিকতাতেই এই ম্যাজিক দেখিয়েছেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম