বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৭:২২

বিশ্বসেরা মিরাজকে পেয়ে ভক্তদের আনন্দ-উল্লাস

বিশ্বসেরা মিরাজকে পেয়ে ভক্তদের আনন্দ-উল্লাস

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে সেমিফাইনালের বাঁধা পেরোতে না পারলেও, ক্রিকেটারদের পার্ফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার বিকেলে খুলনা পৌঁছালে মিরাজকে সংবর্ধনা জানায় খুলনাবাসী। খুলানার মাটিতে পা রাখার পর যুব টাইগার দলের এ অধিনায়ক হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়।  

এমনকি বিশ্বসেরা এ টাইগারকে এক নজর দেখতে দৌলতপুর নতুন রাস্তায় গাড়ি থেকে নামার পর মোটর শোভাযাত্রা সহকারে তাকে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করানো হয়। এ সময় মিরাজও হেরে যান ভক্তদের আনন্দের। এর পরে নিজ এলাকা কাশীপুর রাজধানী ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ঘরে মাঠে সদ্যশেষ হওয়া যুব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে খেলেছে বাংলাদেশের যুবারা। সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা। তবে অল রাউন্ড নৈপুণ্যের কারণে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন মিরাজ। ৬ ম্যাচে ৬০ দশমিক পাঁচ শুন্য গড়ে মিরাজের সংগ্রহ ২৪২ রান। হাফ সেঞ্চুরি করেছেন টানা ৪ ইনিংসে। বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট।

সংবর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত মিরাজ জানান, দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ না হলেও প্রথমবার সেমি-ফাইনাল খেলতে পারায় সেটাও কম বড় অর্জন নয়।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে