স্পোর্টস ডেস্ক: প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে আট ক্যাটাগরিতে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মূল্য বাড়লেও সন্তুষ্ট নন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। প্রত্যাশিত অর্থ ও দল না পাওয়ায় এমন অসন্তুষ্টি রাজ্জাক, নাজমুল, ডলারদের মতো ক্রিকেটারদের।
এমন অবস্থায় উল্টো সিসিডিএম দাবি করছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও স্বার্থের দিকে তাকিয়েই বাড়ানো হচ্ছে পারিশ্রমিক। শত সমালোচনা আর ক্রিকেটারদের অসন্তুষ্টির পরও দ্বিতীয়বারের মতো প্লেয়ার বাই চয়েস পদ্ধতিতে মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
তবে আগের চেয়ে এবার বাড়ছে ক্রিকেটারদের মূল্য। এরই মধ্যে প্রস্তাবিত মূল্য তালিকা বিসিবির কাছে পাঠিয়েছে সিসিডিএম। আট ক্যাটাগরিতে এবার হবে প্লেয়ার বাই চয়েস। আইকন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা। এ+ এ ২৫, এ ক্যাটাগরিতে ২০, বি+১৫, বি ১২, সি ৮, ডি সাড়ে ৪ আর ই ক্যটাগরিতে সর্বনিম্ন মূল্য সাড়ে ৩ লাখ টাকা। তবে, প্রস্তাবিত এই অর্থই নির্ধারিত হবে কিনা সে ব্যাপারে নিজেদের অবস্থান এখনও প্রকাশ করেনি বিসিবি।
সিসিডিএম সমন্বয়ক আমিন খানের দাবি ক্রিকেটারদের স্বার্থ বিবেচনা করেই বাড়ানো হয়েছে তাদের মূল্য। তারপরও অসন্তুষ্ট জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। এ পদ্ধতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারাই। কারণ প্রিমিয়ার লিগই তাদের উপার্জনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে একদিকে যেমন কমছে তাদের আর্থিক উপার্জন, তেমনি পছন্দের ক্লাবে খেলা থেকেও বঞ্চিত হবেন বলে দাবি ক্রিকেটারদের। মার্চের শেষদিকে মাঠে গড়াতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস