স্পোর্টস ডেস্ক: ফ্রি কিকের কথা বললেই প্রথমে মনে পড়ে রবার্তো কার্লোসের কথা। ব্রাজিলের এই তারকা ফ্রান্সের বিরুদ্ধে ১৯৯৭ সালে ফ্রি কিক থেকে যে গোলটি করেছিলেন তা ইতিহাসের পাতায় আজও লেখা থাকবে। সেই গোলটির বেঁকে যাওয়া দৃশ্যটি বিশ্বের ফুটবলপ্রেমীদের তো বটেই, পাশাপাশি পদার্থবিজ্ঞানীদের চোখেও স্মরণীয় হয়ে আছে।
অন্যদিকে গত বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল যাদুকর লিউনেল মেসির ফ্রি-কিকের বাঁকানো শর্টের গোলটিও ভুলে যাওয়ার মতো নয়।
এবার সেই একইরকম গোল করে বসলেন মালয়েশিয়ার ফুটবলার মুহম্মদ ফয়েজ সুবরি! তিনি পুলাও পিনাংয়ের আক্রমণাত্মক মিডফিল্ডার। পাহাংয়ের বিরুদ্ধে তাঁর দল জেতে ৪-১ গোলের ব্যবধানে। মালয়েশিয়ান লিগের এই ম্যাচেই তিন এই দুর্দান্ত ফ্রি কিক থেকে গোলটা করেন। যা দেখে এখনও বিষ্ময় কাটছে না, ফুটবলপ্রেমীদের। আপনারও কাটবে না ঘোর। তাই আগে দেখে নিন, সাম্প্রতিক কালের সেরা গোল। যা পেতেই পারে পুসকাস অ্যাওয়ার্ড!
ফয়েজ মাঠের বাম প্রান্তে ডি-বক্সের অনেক বাইরে থেকে একটি ফ্রি-কিক নেন বাম পাশের গোল বার লক্ষ্য করে। কিক নেয়ার পর বলটি বাম বারের পোষ্ট বরাবরই যাচ্ছিল। কিন্তু হঠৎ বলটি বেঁকে ডান পাশের গোল পোষ্টের বারের উপরের অংশে লেগে গোল হয়। যা অবিশ্বাস্য। বলটি মোটামুল হঠাৎ করে প্রায় ৭৫ ড্রিগ্রী বেঁকে যায়। এমন গোল দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শক, টিভিতে দেখা দর্শক, রেফারী এমনকি উভয় দলের খেলোয়াড়রা পর্যন্ত আশ্চর্য হয়েছেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম