স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপের মূল পর্বের লড়াই শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এশিয়া কাপের খেলার সাধারণ গ্যালারির সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। সর্বোচ্চ ৩ হাজার টাকা মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার টাকা। শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। সাউথ/নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০ টাকা।
এশিয়া কাপের টিকিট পাওয়া যাবে ইউসিবির ঢাকাস্থ ৬টি শাখায়। শাখাগুলো হলো মিরপুর, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, প্রগতি সরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখা।
ঢাকার বাইরের কোনো শাখা থেকে টিকিট কেনার সুযোগ নেই। ব্যাংকে না গিয়ে ইউক্যাশের মাধ্যমেও আপনি টিকিট সংগ্রহ করতে পারেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে এশিয়া কাপের বাছাই পর্বের টিকিট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ইউসিবির তিনটি শাখায়।
শাখাগুলো হলো নারায়ণগঞ্জ, চাসারা ও কাঁচপুর। ঢাকার বাছাই পর্বের ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে ঢাকার উপরিউক্ত ইউসিবির শাখাগুলোতে।
এশিয়া কাপের বাছাই পর্বের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ১০০ টাকা। সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপের মূল পর্ব শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। মূল পর্বের সবগুলো ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে।
মূল পর্বের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমানের মধ্যকার বাছাই পর্বের লড়াই শেষে চ্যাম্পিয়ন দলটি মূল পর্বে স্বাগতিক বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাছাই পর্বের প্রথম চারটি ম্যাচ নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচঅনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম