স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের বুধবার সাকিব আল হাসানের দল করাচি কিংস যখন আফ্রিদির পেশোয়ার জালমির মুখোমুখি ঠিক তখন তামিম ইকবার বাংলাদেশের পথে উড়াল দিয়েছেন। তামিম পাকিস্তান সুপার লিগে আর খেলছেন না। কারণ তিনি তার সন্তান্সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান।
তামিম ঢাকায় পৌঁছে শুক্রবারই রওনা দেবেন ব্যাংককের উদ্দেশ্যে। তামিমের স্ত্রী সেখানেই রয়েছে। সন্তান্সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই আসন্ন এশিয়া কাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।
পিএসএলেও তামিম ছিলেন ঝলমলে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। তার দল পেশোয়ার জালমি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে যাওয়ায় বিশ্রাম পেয়েছেন তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম