স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১৯তম ম্যাচে সাকিবদের করাচি কিংসের বিরুদ্ধে ব্র্যাড হজের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটের বড় জয় পেয়েছে আফ্রিদির পেশোয়ার জালমি।
করাচি কিংসের দেয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জালমি ১৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে ১৫৮ রান করে। জালমির পক্ষে অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা ব্র্যাড হজ সর্বোচ্চ ৪৫ বলে ৮৫ রান। করেন। এছাড়া জিম অ্যালেনবি করেন ৩১ রান। এদিন আফ্রিদি ব্যাটে খুব একটা সুবিধা করতে পারেননি। করেছেন ৫ বলে ৫ রান।
জালমির পক্ষে বিলওয়াল দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির ও উসমান মির। সাকিব আল হাসান এদিন কোন উইকেট না পেলেও ৩ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৩ রান।
এর আগে করাচি কিংস টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫২ রান করে। দলের পক্ষে ওপেনার লেনডি সিমন্স সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া রবি বোপারা ২৩, সজিব হাসান ১৮, শোয়েব মালিক ১৫ ও বিলওয়াল ১৫* রান করেন।
জালমির পক্ষে ইয়ামিন, হাসান আলি, ইমরান খান, শহিদ আফ্রিদি ও ড্যারেন সামি ১টি করে উইকেট শিকার করেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম