স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের ১৯তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল করাচি কিংস ও পেশোয়ার জালমি। এই ম্যাচে করাচির বিরুদ্ধে জালমি ৫ উইকেটের ব্যবধানে জয় পেলেও কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ঘটনাটি দ্বিতীয় ইনিংসের ১২ ওভারে। তখন জালমির অধিনায়ক শহিদ আফ্রিদি ব্যাট করছেন। আর বল করছিলেন বিলওয়াল। ১২তম ওভারের পঞ্চম বলটি গিয়ে আঘাত করে আফ্রিদির প্যাডে, বিলাওয়াল আম্পায়ারের কাছে এলবিডব্লিউ’র জন্য আবেদন করেন। এদিকে আফ্রিদি দৌড়ে রান সংগ্রহের চেষ্টা করলে তার ব্যাট গিয়ে আঘাত করে বিলাওয়ালের পিঠে। ব্যাটের আঘাতে মাঠেই পড়ে যান বিলাওয়াল।
প্রসঙ্গত, ওই বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন আফ্রিদি। তবে বিলাওয়ালের পিঠের আঘাত বেশি গুরুতর নয়।
জানিয়ে রাখা ভাল, এর কিছুদিন আগে এক ম্যাচে পেশোয়ার জালমির ওয়াহাব রিয়াজ কোয়েটা গ্লাডিয়েটার্সের ব্যাটসম্যান আহমেদ শেহজাদের সাথে সংঘর্ষে জড়ান।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম