স্পোর্টস ডেস্ক: আচ্ছা একটু ভেবে বলুনতো বার্সেলোনা ঠিক কবে হেরেছে? কি বলতে পারছেন না তো? আর ক্যালেন্ডার হাতড়াতে হবে না। আসলে মেসি, নেইমার ও সুয়ারেজের মাঠ কাঁপানো খেলার জন্য বার্সা হারে না বললেই চলে। তারা এতো ভালো খেলে যেন বার্সেলোনার হার একটি দুর্ঘটনা কিংবা অপ্রত্যাশিত। ঠিক এমনই এক দুর্ঘটনা ঘটেছিল ৩ অক্টোবর, ২০১৫।
সেদিন সেভিয়ার কাছে লিগে ২-১ গোলে হেরেছিল লুইস এনরিকের দল। কিন্তু মনে হচ্ছে না, কতদিন আগের কথা! এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচে শত চেষ্টা করেও বার্সাকে হারাতে পারেনি কোনো দল।
কোচ লুইস এনরিকের তো যেন অপরাজিত থাকার ‘নেশা’ ধরে গেছে। স্প্যানিশ কোচেরও হয়তো চাওয়া, এই ঘোর লাগা সময়টা দীর্ঘায়িত হতে থাকুক না! আরেকটু স্পষ্ট করে বললে, আরও ১০০ ম্যাচ বার্সাকে অপরাজিত দেখতে চান এনরিকে।
এরই মধ্যে টানা অপরাজিত থাকার ক্লাব রেকর্ড হয়ে গেছে। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সেলোনার ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ছোঁয়া হয়ে গিয়েছিল লা লিগায় লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়েই। এরপর ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্র আর সর্বশেষ ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসি-নেইমার-রাকিটিচের গোলে সেল্টা ভিগোকে ৬-১ গোলে হারিয়ে রেকর্ডটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছে বার্সা। ১৯৮৮-৮৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের গড়া স্প্যানিশ রেকর্ড ভাঙতেও আর মাত্র ৫টি ম্যাচ দরকার কাতালানদের।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম