স্পোর্টস ডেস্ক: সন্তানসম্ভবা স্ত্রীর পাশে পাকিস্তান সুপার লিগ থেকে ফিরে আসছেন তামিম ইকবাল। খেলবেন না এশিয়া কাপেও। অথচ এই তামিমের বিধ্বংসী ব্যাটিং যেকোন সময় দলের ফলাফল পরিবর্তন করে দিতে পারে। তামিমের এশিয়া কাপে না খেলাটা দলের জন্য সত্যিই খারাপ খবর। তবুও এটাই বাস্তবত। প্রথমবারের মতো বাবা হচ্ছেন তামিম। এটাই বা কম কিসের।
তামিমের দলে না থাকাটা সবসময়েই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেটা মানছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেও। তাই আক্ষেপটা ঝরে পড়লো কন্ঠ থেকে।
তিনি বলেন, ‘তামিম বরাবরই ভালো ক্রিকেট উপহার দিয়ে থাকেন। এশিয়া কাপে তামিমের না থাকাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এশিয়া কাপে তামিম থাকলে ভালো হতো। এই ফরম্যাটে আমরা যেহেতু খুব ভালো করতে পারছি না। তাই পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠ নামাটাই জরুরি।’
তামিমের পরিবর্তে দলে জায়গা হয়েছে আরেক ওপেনার ইমরুল কায়েসের। মাশরাফি এখন এই বাঁ-হাতির উপরও ভরসা রাখছেন।
তিনি আরও বলেন, ‘আমরা এখনো টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠতে পারিনি। এজন্য আমরা কঠোর অনুশীলন করছি, সঙ্গে চেষ্টা রয়েছে কিভাবে আরো উন্নতি করা যায়। এশিয়া কাপে আমাদের চারটি ম্যাচ রয়েছে। আশা করি আমরা ভালো করব।’
এই মূহুর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়েও দুর্দান্ত খেলছেন এই হার্ড হিটার। টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকাতেও সবার উপরে তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম