বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৭:৪৪

ভারতের চাপে এশিয়া কাপের উদ্ভট সময়সূচি

ভারতের চাপে এশিয়া কাপের উদ্ভট সময়সূচি

স্পোর্টস ডেস্ক : ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের মুল পর্ব। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য এই টি-টোয়েন্টি ফরম্যাটের সম্প্রচার স্বত্ব পেয়েছে ভারতের স্টার ইন্ডিয়া। আর এবার তাদের চাপেই ‘উদ্ভট’ সময়ে মাঠে গড়াবে এশিয়া কাপের ম্যাচ।

স্থানীয় একটি গণমাধ্যম থেকে জানা গেছে, ভারতীয় টিভি দর্শকদের কথা মাথায় রেখে সব ম্যাচ রাত সাড়ে আটটায় শুরুর জন্য চাপাচাপি করা হয়েছিল সম্প্রচার স্বত্বাধিকারী স্টার ইন্ডিয়ার পক্ষ থেকে। তবে, সেটা পুরোপুরি মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাঠের দর্শকদের ঘরে ফেরার কথা রেখে  সন্ধ্যা সাড়ে ৭ টার চেয়ে শুরুর সময় বাড়াতে রাজি হয়নি বিসিবি। সাড়ে সাতটায় শুরু হলেও দুই অর্ধ মিলিয়ে ৪০ ওভারের ম্যাচ শেষ হতে হতে ঘড়ির কাঁটা ১১টা বেশি ছুঁয়ে ফেলার কথা।

সেই সময় দর্শকদের বাড়তি নিরাপত্তার কথা কি আদৌ বিসিবি ভেবেছে কি না জানা যায়নি! তার উপর অধিকাংশ ঢাকার বাসিন্দারা বাস করেন বিভিন্ন আবাসিক এলাকায়। যেসব আবাসিক এলাকার গেট রাত সাড়ে ১১ টার পর বন্ধ হয়ে যায়। তাছাড়া এত রাতে যাতায়ত ব্যবস্থার অবস্থা কেমন থাকবে তারও কোন নিশ্চিয়তা নেই, থাকলে অধিক ভাড়া যে গুনতে হবে সেটা নিশশ্চিত।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে