বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৫০:৩০

কেন তামিমকে টানা দুই ম্যাচে মাঠে নামায়নি আফ্রিদি, উড়ে আসলেন দেশে?

কেন তামিমকে টানা দুই ম্যাচে মাঠে নামায়নি আফ্রিদি, উড়ে আসলেন দেশে?

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল পাকিস্তানের সুপার লিগে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। এমন সময় তাকে টানা দুই ম্যাচ বসিয়ে রাখে আফ্রিদি।

পেশোয়ার জালমি সেমিফাইনাল নিশ্চিত করে। আর তামিমের রানও তখন সর্বোচ্চ। টুর্ণামেন্টে সর্বোচ্চ রান হতে পারত তামিমের।

কিন্তু সেটি হারিয়েছেন তামিম। তামিম ইকবাল এরই মধ্যে বাংলাদেশে উড়ে এসেছেন। জানা যায়, স্ত্রীকে সময় দেয়ার জন্যই ছুটি নিয়েছেন তামিম।

এবারের পিএসএলে আর খেলা হচ্ছে না তামিমের। তবে ম্যাচ না খেলিয়ে আরব আমিরাতে কেন রাখা হয় তামিমকে এই নিয়ে অসন্তোষ তামিম ভক্তদের।

আবার এটাও জানানো হয়েছে যে, কুঁচকির ব্যথার কারণে গত দুই ম্যাচে মাঠে নামা হয়নি তামিমের। বসিয়ে রাখা, বিশ্রাম না কুঁচকির ব্যথা এই বিষয়টি কিন্তু পরিস্কার নয়।

তবে এটা হয়তো নিজেই পরিস্কার করবেন তামিম ইকবাল। প্রসঙ্গত, তামিম বাংলাদেশ থেকে ফের উড়াল দিচ্ছেন ব্যাংককে। সেখানে তার সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দিবেন তিনি।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে