স্পোর্টস ডেস্ক : দিন মোটেই ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। পাকিস্তানের সুপার লিগে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ম্যাচ সেরা হয়ে দারুণ শুরু করেছিলেন সাকিব আল হাসান।
মাঝ পথে হারিয়ে যাচ্ছিলেন তিনি। সাকিবের হারিয়ে যাওয়া নিয়ে মাশরাফি বলেছিলেন সাকিব আল হাসান ব্যাট ও বলে ঠিকই ফর্মে ফিরবেন।
মাশরাফির একটি প্রত্যাশা মোটেই পূরণ করতে পারেননি সাকিব। সেটি হলো ব্যাটিংয়ে। টানা ৫ ম্যাচ ধরে বাজে ব্যাটিংয়ে রয়েছেন তিনি।
দল থেকে বাদ পড়তেন সাকিব কিন্তু অলরাউন্ডার বলেই রক্ষা। তবে ঘোরতর বাজে ফর্মের দিনে বুধবার সাকিব বল হাতে দেখান অবিশ্বাস্য এক ভেলকি।
দলে নিজের আসন পাকাপোক্ত করতে কাজে আসবে এই চমক। বুধবার তামিমের দল জালমির বিপক্ষে ৩ ওভার বল করার সুযোগ পান সাকিব।
নিয়ন্ত্রিত বোলিংয়ের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সাকিব। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন সাকিব। একই ম্যাচে দলের অন্য অলরাউন্ডার রবি বোপারা ১ ওভারে দিয়েছেন ১৮ রান।
এর আগে এক ম্যাচে ২ ওভারে ২৬ রান দিয়েছিলেন সাকিব। এর পরের ম্যাচে সাকিবের হাতে বল তুলেই দেননি শোয়েব মালিক।
পরে ঠিকই ব্যাটিংয়ে নিজের বাজে দিনে বল হাতে দেখালেন ঝলক। চার-ছক্কার এই আসরে সাকিবের মত এমন বোলিং দলের জন্য খুই ঈর্ষনীয়।
তবে এদিন কপাল মন্দ ছিল সাকিবের। সাকিবের জ্বলে ওঠার দিনেও হেরে যায় করাচি কিংস। আফ্রিদির জালমি জয় পেয়ে টুর্ণামেন্টে সবার উপরে রয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর