বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫০:৫৯

পাকিস্তানের মিডিয়াকে তোলপাড় সৃষ্টিকরা তথ্য দিলেন তামিম, তুমুল আলোচনা

পাকিস্তানের মিডিয়াকে তোলপাড় সৃষ্টিকরা তথ্য দিলেন তামিম, তুমুল আলোচনা

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের পিএসএল শেষ। এবার পিএসএলকে বিদায় জানিয়ে উড়ে এসেছেন তামিম ইকবাল। দেশে ফেরার আগে তামিম ইকবালকে ঘিরে ধরে পাকিস্তানের সাংবাদিকরা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নাকি হবে দ্বিপাক্ষীয় লড়াই। তোলপাড় সৃষ্টি হয়েছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের মাঝে।

তামিম ইকবাল পাকিস্তানের সাংবাদিকদের যা বলেছেন তাই নিয়ে হচ্ছে তোলপাড়। তামিম বলেছেন, এতো পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ছোট একটি টুর্ণামেন্ট খেললাম মাত্র।

আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ খেলব। তামিম বলেন, আগামী বছর পাকিস্তান সফরে আসব আমরা।

তামিম ইকবালের এই উক্তিই টার্নি পয়েন্ট। পাকিস্তানের সাথে বাংলাদেশ কখন দ্বিপাক্ষীয় সিরিজে খেলবে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই জানার কথা।

কিন্তু প্রত্যাশাবাদ ব্যক্ত করে এমন একটি কথা বলে ফেলেছেন তামিম ইকবাল। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এরই মধ্যে জেনে গেছেন যে, দেশের সেরা ব্যাটসম্যান তামিম পাকিস্তানের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ খেলার বিষয়ে কথা বলেছেন।

পাকিস্তানের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে আগ্রহী তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথেও কথা বলতে পারেন এই বিষয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে করতেও পারেন একটি সিরিজের ব্যবস্থা। আগামী বছর কেন দুই দেশের ক্রিকেট বোর্ডের স্বদিচ্ছা থাকলে এই বছরেই সম্ভব।

তামিমের মুখ থেকে বের হওয়া কথাটিই এখন ভাইরাল। তুমুল আলোচনায় তামিমের ছোট একটি প্রত্যয়ের বাণী। আর তার এই উক্তির উপর ভর করে ইচ্ছা পূরণ হতে পারে উৎসুক ভক্তদের।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে