স্পোর্টস ডেস্ক : দৌঁড়ঝাপ শুরু। ঘুরে যাবে জাতীয় দলের একাদশ। আসবে নতুন নতুন নক্ষত্র। প্রত্যাশা এটাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রথম একটি টেক্কা ছেড়েছে খেলার মাঠে।
দেশের ক্রিকেটকে বিশ্বমানের করার জন্য অভিনব এক উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দেশের যুব ক্রিকেট টিমের পাশাপাশি বিভিন্ন ক্লাবের ক্রিকেটারদের দৌঁড়ঝাপ শুরু হয়েছে এরই মধ্যে।
ভবিষ্যতের বড় বড় নক্ষত্র হওয়ার স্বপ্ন বুনতে থাকাদের নিয়ে এই প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের টুর্ণামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
লক্ষ্য পরিস্কার বলে দিয়েছেন এই টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, জাতীয় দলে ভালো কয়েকজন ক্রিকেটার নেয়াই আমাদের টার্গেট।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমদ ও এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে গড়াতে যাওয়া এই টুর্ণামেন্টের নাম দেয়া হয় ইয়ুথ ক্রিকেট লিগ (অনুর্ধ্ব-১৯) ২০১৫-১৬।
এখানে ইস্ট, সাউথ, সেন্ট্রাল ও নর্থ জোনে ভাগ হয়ে অংশ নিবে দেশের যুব ক্রিকেটাররা। এই টুর্ণামেন্টের মাধ্যমে শুধু সাকিব-মুশফিকই নয় হয়তো বেরিয়ে আসবে মুস্তাফিজও।
অনূর্ধ্ব-১৯ দলের বোলার শাওন গাজী এর আগে বলেন, আমি মুস্তাফিজ ভাইয়ের মত কাটার নিয়ে কাজ করছি। দুই একজন কাটার বয়ও বেরিয়ে আসতে পারে এই টুর্ণামেন্ট শেষে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর