স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে একই দলের হয়ে খেলছেন দুই টাইগার ক্রিকেটার। তারা দলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
আরব আমিরাতে বড় লজ্জার সামনে পড়েছিলেন তারা। কেবল ভাগ্যের জোড়ে বড় লজ্জা থেকে বেঁচেছেন তারা।
যেখানে টিকিট কেটে দেশে আসার মত চিন্তা মাথায় ঘুর ঘুর করে তাদের সেখানে নাটকীয়তার মধ্যে দিয়ে ঘুরে যায় পুরো বিষয়টি।
পাকিস্তানের সুপার লিগের প্রথম রাউন্ড থেকে বাদ পড়তে যাচ্ছিল তাদের করাচি কিং। শর্ত ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাহোর যদি ইসলামাবাদের কাছে হেরে যায় তবে সেরা চারে থাকবে করাচি।
আর লাহোর জয় পেলে ছিটকে পড়বে করাচি। কিন্তু এই মহানাটকের ম্যাচে ৫ উইকেটে হেরেছে লাহোর। লাহোর ছিটকে পড়েছে পিএসএলের পরবর্তী লড়াই থেকে।
তাই জালমি, কোয়েটা ও ইসলামাবাদের সাথে সেমিফাইনালে খেলবে সাকিবের করাচি কিংস।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর