শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১০:১৩:৪২

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জনে যা বললেন আশরাফুল

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জনে যা বললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : সাকিবের পর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ সরে গেলে অবাক হবে না মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়কের মতে, সুযোগ থাকবে নতুনদের জন্য। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের।

টেস্ট সিরিজে ভারতের সঙ্গে টিম বাংলাদেশের পার্থক্য স্পষ্ট! চেন্নাইয়ের পর কানপুরে হতশ্রী টাইগারদের পারফরম্যান্স। ফরম্যাট বদলেছে। রঙিন পোশাকে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী নাজমুল শান্তর দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছে রোহিত-কোহলিরা। তারপরও টিম বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তাই ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান মোহাম্মদ আশরাফুলের।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, বোলিং ইউনিট আমাদের আশাবাদী করছে যে আমরা ভালো কিছু করতে পারব। শুধু আমাদের ব্যাটারদের একটু দায়িত্ব নিতে হবে যারা টপ থ্রি-ফোর ব্যাট করবে। 

নাজমুল শান্তর টি-টোয়েন্টি পারফম্যান্স নিয়ে ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। সবশেষ ১৫ ইনিংস আগে এ ফরম্যাটে হাফসেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক। সঙ্গে লিটন দাসের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ।

মোহাম্মদ আশরাফুল আরও বলেন, আমাদের অধিনায়ক শান্তর পারফরম্যান্সটা যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে পারছে না। আর লিটনের কাছ থেকেও আরেকটু ভালো পারফরম্যান্স আশা করি। 

টি-টোয়েন্টি থেকে সাকিবের অবসরের পর শূন্যতা পুরণের খোঁজে চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবের বিদায়ে নতুনদের জন্য সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও বলেন, সাকিব না থাকায় সবার কাছেই একটা খালি খালি লাগবে। তারপরও আমি মনে করি তার জায়গায় যে সুযোগ পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক যে, তারা সুযোগ পাচ্ছে এখানে তাদের শো করার। 

এ সিরিজ দিয়ে মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নিলে অবাক হবেন না মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, যদি এ সিরিজে মাহমুদউল্লাহ ভালো একটা ইনিংস খেলে এবং বাংলাদেশ জয় পায় তারপর সে (মাহমুদউল্লাহ) বলে যে আমি টি-টোয়েন্টি থেকে সরে যাব এতে আমি অবাক হব না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে