স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচের ঘটনা এটি। কঠিন এক মুহূর্তে দলের প্রয়োজনে ব্যাট করছিলেন শহীদ আফ্রিদি। ভাট্টির সাথে সংঘর্ষে হয় ম্যাচের এক পর্যায়ে।
এই সময়ে বল করছিলেন করাচির ক্রিকেটার বিলাওয়াল ভাট্টি। ভাট্টি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের নতুন ক্রিকেটার।
পিএসএলের ওই ম্যাচে ভাট্টি বল করেন। এটি লাগে আফ্রিদির প্যাডে। ভাট্টি এলবির আবেদন করেন। আফ্রিদি রান নেয়ার জন্য ছুটেন। তখন আফ্রিদির ব্যাট আঘাত হানে ভাট্টির পিঠে।
মাটিতে লুটিয়ে পড়েন ভাট্টি। গুরুতর না হলেও মোটেই কম ব্যথা পাননি ভাট্টি। পেইন কিলার দেয়া হয় ভাট্টিকে। এই ঘটনায় সর্বনাশ হতে পারে আফ্রিদির।
এখানে আফ্রিদি দোষী কিনা এই বিষয়ে তদন্ত করবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। আফ্রিদি দোষী হলে বড় কোনো শাস্তি হতে পারে তার।
এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নাটক মোটেই কম নয় পাকিস্তানের ক্রিকেটে। এর আগে এক ম্যাচে খেলার মাঠে মারামারিতে লেগে যান শেহজাদ ও রিয়াজ।
এদিন ভাট্টি অবশ্য নির্দোষ। অপরাধ প্রমাণীত হলে সর্বনাশ হতে পারে আফ্রিদির। শেহজাদ ও রিয়াজের প্রসঙ্গও আমলে নিয়ে এর আগে শাস্তি দিয়েছে পিসিবি।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর