স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে যুব বিশ্বকাপে জ্বলে ওঠেন টাইগার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। মিরাজের পারফর্ম দেখে আইসিসি তাকে যুবাদের মধ্যে বিশ্বের সেরা ক্রিকেটার হিসাবে আখ্যা দেয়।
টুর্ণামেন্ট সেরা হওয়া মেহেদি হাসান এবার পেলেন অতীব কষ্টদায়ক এক খবর। আর সেটি হলো অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে মেহেদি হাসান মিরাজকে।
শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া যুব ক্রিকেট লিগে অংশ নিতে পারবেন না তিনি। তাকে অংশ নেয়ার ছাড়পত্র দেয়া হয়নি।
ইচ্ছা থাকা স্বত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথমবারের আয়োজিত ৪ দিনের এই টুর্ণামেন্টে খেলতে পারবেন না মেহেদি হাসান মিরাজ।
সতীর্থদের ভীষণ মিস করবেন কয়েকদিন আগে বিশ্বসেরা একাদশের সেনানায়ক নির্বাচিত হওয়া মেহেদি হাসান মিরাজ।
প্রসঙ্গত, অঞ্চলভিত্তিক ৪ দলের এই ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন দলকে পাঁচ লাখ টাকা ও ও রানার্স আপ দল তিন লাখ টাকা করে দেয়া হবে।
চোটের কারণে আনফিট থাকায় দর্শক হয়েই থাকবেন মিরাজ। মিরাজ সুস্থ হলেও মাঝপথে এই টুর্ণামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজি২৪/হাবিব/এইচআর