স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল পিএসএলকে বিদায় জানিয়ে দেশে ফিরেছেন এর আগে। আর এবার পিএসএল পর্ব শেষ হয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমেও।
ধারনা করা হয়েছিল সেফিমাইনালে ওঠায় দলের সাথে থেকে আসর কাঁপাবেন তারা। কিন্তু সেটি আর হয়নি। আর কয়েক ঘণ্টার মধ্যে দেশের মাটিতে পা রাখবেন তারা।
কারণ একটাই যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাক দিয়েছে এই দুই ক্রিকেটারকে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এশিয়াকাপের ক্যাম্প।
এই ক্যাম্পে অংশ নেয়ার জন্য উড়ে আসছেন তারা। সাকিবের প্রতি যতটা প্রত্যাশা ছিল তেমন কিছুই করতে পারেননি তিনি।
৮ ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৩টি। রান করেছেন ১২৬। ৩ ম্যাচে মুশফিক করেছেন মাত্র ৩৩ রান। মুশফিক আসলে তেমন একটা ব্যাটিংয়ের সুযোগ পাননি।
সাইড বেঞ্চে বসে দলের ক্রিকেটারদের ব্যাটিং দেখেছেন বেশিরভাগ সময়।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর