স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বে ক্ষুদে যাদুকর লিউনেল মেসি ও গতির রাজা রোনালদোর পর যে কয়জন তারকা খেলোয়াড় মাঠ কাঁপিয়ে খেলে চলেছেন, তাদের মধ্যে আর্জেন্টিনার তারকা ফুটবলা কার্লোস তেভেজ অন্যতম। তবে তেভেজ শুধু ভালো খেলেনই না, বরং ভালো ট্র্যকেলও দিতে পারেন। গত শনিবার ঘরোয়া লিগের একটি ম্যাচে প্রথমে কথা কাটাকাটি হয়, এরপর তেভেজ কৌসলে নিজের মারাত্মক ট্যাকেলে পা ভেঙ্গে দেন আর্জেন্টিনার জুনিয়র্সের মিডফিল্ডার এজেকুয়েল হামের। এর পর আহত হামকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন তিনি। দেখতে গিয়ে এজেকুয়েলের কাছে ক্ষমাও চেয়েছেন তেভেজ।
ঘরোয়া লিগের ঐ ম্যাচে তেভেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানে বোকা জুনিয়র্স হারায় আর্জেন্টিনা জুনিয়র্সকে। ম্যাচের ৭৮ মিনিটেই ঘটে তেভেজ ও হামের সংঘর্ষের ঘটনা। সতীর্থদের কাছ থেকে পাওয়া বল হাম নিয়ন্ত্রিনে নেয়ার পরই তাকে ট্যাকেল করে বসেন তেভেজ। তাতে ডান পায়ে ব্যাথা পান হাম। ঐ সময়ই আহত হয়ে মাঠ ছাড়েন তিনি।
পরে জানা যায়, হামের পা ভেঙ্গে গেছে। এমন খবর পেয়ে খুবই হতাশ হন তেভেজ। এজন্য দুঃখপ্রকাশও করেন তিনি, ‘আমি হামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। এভাবে ট্যাকল করা আমার উচিত হয়নি।’
সেখানে দীর্ঘক্ষণ হামের সাথে কথা বলার পর একসময় দুজন এক সাথে বেশ কিছু ছবিও তুলেছেন। হামের সাথে দেখা শেষে হাসপাতাল থেকে বের হয়ে তেভেজ বলেন, ‘এই ঘটনার জন্য তার সামনে দুঃখ প্রকাশ করেছি আমি। আশা করছি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ