স্পোর্টস ডেস্ক : অভিনব পদ্ধতিতে ব্লাকমেইলের কবলে পড়েছেন শচীন টেন্ডুলকার। একজন শিক্ষার্থী ব্লাকমেইল করেছেন শচীনের ছেলেকে।
এ্যাকাডেমিক পরীক্ষায় বিভিন্ন ধরনের জালিয়াতি কম বেশি হয়ে থাকে। নকল নিয়ে গিয়ে, মোবাইল ফোনে ছবি তুলে, হেডফোন দিয়ে কথা শুনে, অন্যকে দিয়ে পরীক্ষা, বাথরুমে গিয়ে নোটপত্র দেখে আসা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু শচীনের ছেলে অর্জুনের ছবি জালিয়াতি করা হয়েছে খবর প্রকাশ করেছে এএনআই। সেখানে বলা হয় শচীনের ছেলের ছবি ব্যবহার করে পরীক্ষায় প্রবেশপত্র সংগ্রহ করেছে এই আগ্রার অর্জুন সিং।
শচীনের ছেলে অজুন টেন্ডুলকারের ছবি সরাসরি ব্যবহার করেছে দুর্গানগরের অঙ্কুর ইন্টার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া এই ছাত্র।
এই প্রবেশপত্রে বোর্ড সিল ও স্বাক্ষর দিয়েছে। এখন এই ছবিটা নিয়ে বেঁধেছে গোলমাল। শচীনের ছেলে অর্জুনকে কেন ব্লাকমেইলের শিকার করা হলো সে রহস্য নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর