স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে শুরু হচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপ। এবারের আয়োজক ভারত। এর আগেও টি-২০ বিশ্বকাপের কয়েকটি আসর অনুষ্ঠিত হয়েছে। এসব আসরে নানা ধরনের তথ্য জানলেও এবার জানুন মার্চের আসরের ১০টি তথ্য। এক নজরে চোখ বুলিয়ে নিন নিচে দেয়া সেই সব তথ্য-
১. টি২০ বিশ্বকাপের যেকোনো একটি এডিশনে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের বিরাট কোহলি। তিনি ২০১৪ সালে ৩১৯ রান করেছিলেন।
২. সর্বোচ্চ ওপেনিং জুটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ডোয়েন স্মিথ। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৫ রান করেছিলেন।
৩. সবথেকে বেশি ৫ বার শূন্য রানে আউট হয়েছেন শহিদ আফ্রিদি।
৪. সেঞ্চুরি করেছেন ৬ জন, তারা হলেন ক্রিস গেইল (১১৭), আহমেদ শেহজাদ (১১১), ব্রেন্ডন ম্যাকালাম (১২৩), সুরেশ রায়না (১০১), মাহেলা জয়বর্ধনে (১০০) এবং অ্যালেক্স হেলস (১১৬)।
৫. সর্বোচ্চ টিম টোটাল কেনিয়ার বিপক্ষে শ্রীলংকার। তারা ২০০৭ সালে ৬ উইকেটে ২৬০ রান করেছিল।
৬. সবথেকে বেশি ৪৩টি ৬ মেরেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
৭. এক ওভারের সবগুলো বলে ৬ মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে লুক রাইটের বলে এ রেকর্ড গড়েন তিনি।
৮. ২০১২ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ৮ রান দিয়ে ৬ উইকেট নেন শ্রীলংকার অজন্তা মেন্ডিস। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং এটি।
৯. দ্রুততম ৫০ ভারতের যুবরাজ সিংয়ের। মাত্র ১২ বলে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করেন তিনি।
১০. বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন যিনি, তিনি হলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি। ২০০৭ সাল বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকটি করেন তিনি।
১৮ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম