বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৪:২৭

শেন ওয়ার্নের মাথায় অ্যানাকোন্ডার ছোবল

শেন ওয়ার্নের মাথায় অ্যানাকোন্ডার ছোবল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন নানা সময় বিকর্তিত ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনাম হন। কিন্তু এবার খবরের শিরোনাম হলেন ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দিয়ে।

এবার ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডার ছোবল খেলেন তিনি। আর এর পুরোটাই ইচ্ছাকৃত। অস্ট্রেলিয়ার একটি রিয়েলিটি শো’তে অংশ নিয়ে এমন বিপজ্জনক কাজটি করলেন। শো’র নাম ‘আই অ্যাম সেলিব্রিটি...গেট মি আউট অব হেয়ার’। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শেন ওয়ার্ন প্রথমে নিজের মুখ ও মাথা বক্সবন্দি জীবিত ইঁদুরের মধ্যে ঢুকান। এতে তার মুখ ও মাথায় ইঁদুরের গন্ধ লেগে যায়।

এই গন্ধ নিয়ে তাকে মাথা ঢুকাতে হয় আরেকটি বক্সে। যে বক্সের মধ্যে ছিল জীবিত অ্যানকোন্ডা, র‌্যাট স্নেক ও কর্ন স্নেক। ইঁদুরের গন্ধ পেয়ে তার মাথাকে খাবার মনে করে সাপ খেতে আসবে। আর এটাই ছিল খেলা। শেন ওয়ার্ন সাপভর্তি বক্সে মাথা ঢোকানোর সঙ্গেসঙ্গে ঘটে দুর্ঘটনা।

একটি বাচ্চা অ্যানাকোন্ডা হঠাৎ করে তার মাথায় ছোবল দিয়ে বসে। সঙ্গে সঙ্গে তিনি মাথা বের করে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। অ্যানকোন্ডা সাপ বিষাক্ত নয়। কিন্তু মুখে থাকে প্রায় এক শ’ মতো দাঁত। ছোবল দেয়ার সঙ্গে সঙ্গে মনে হয় একশ সুঁচ বিঁধিয়ে দেয়া হয়েছে।-মানব জমিন
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে