স্পোর্টস ডেস্ক: দলবদলের বাজারের নতুন গুঞ্জন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অনুদানের অর্থে বেলকে কিনেছে রিয়াল মাদ্রিদ।
তবে কিছুদিন আগে বেলের দলবদলের চুক্তির বিস্তারিত ফাঁস করে দেয় ফুটবললিকস। চুক্তিটা এমন ছিল যে, চারটি কিস্তিতে দলবদলের পুরো অঙ্কটা দেওয়া হবে। যার শেষ কিস্তিটা (২ কোটি পাউন্ড) দেওয়ার কথা সামনের জুলাইয়ে। গুঞ্জন উঠেছে দেনার দায় থেকে বাঁচাতে রিয়ালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্পেনের বিভিন্ন ব্যাংক। রিয়াল দেনা পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকগুলো তা শোধ করে দেবে বলে নিশ্চয়তা দেয়।
২০১২ সালে ইইউ-এ স্পেনের অর্থনীতিকে বাঁচাতে ৪১০০ কোটি পাউন্ড অনুদান দেয়। এই বিশাল অঙ্কের অনুদানের মধ্যে শুধু ব্যাংকিং খাতকেই দেওয়া হয়েছিল ১৮০০ কোটি পাউন্ড। যেখানে আর্থিক খাতগুলো অস্তিত্বের সংকটে ভুগছে সেখানে অনুদানের টাকায় ফুটবলার কেনা হচ্ছে!
যুক্তরাজ্যের এমইপি ড্যানিয়েল ডাল্টন প্রশ্ন তুলেছেন এ নিয়েই, ‘যদি করদাতাদের টাকায় বেলের দলবদলের চুক্তিটা করা হয়ে থাকে, তবে সেটি অবশ্যই তদন্ত করে দেখতে হবে। রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব। তারা যদি সরকারি কোনো ব্যাংককে এই দলবদলের জন্য ব্যবহার করে, যারা করদাতাদের টাকায় বেঁচে আছে, তবে আমাদের সেদিকে নজর দেওয়া উচিত। সে ক্ষেত্রে তো অনৈতিক সুবিধা পেয়েছিল রিয়াল!’
অন্যদিকে ইউরোপিয়ান পার্লামেন্টের আরও দুজন সদস্য বেলের দলবদলের বিষয়টি তদন্ত করে দেখার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে, ফেব্রুয়ারির শুরু দিকে নেইমারের দলবদলের বিষয় নিয়ে স্প্যানিশ আদালতে কর ফাঁকির মামলা পর্যন্ত লড়তে হয়। গ্যারেথ বেলকে নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছে পুরো ইউরোপ।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম