স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাদোনা চলতি মাসে ১৪দিনের সফরে বাংলাদেশে আসছেন। কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)-এর বিশেষ আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন বলে জানা গেছে।
ম্যারাডোনা মূলত দুটি কারণে বাংলাদেশে আসছেন। একটি কারণ হলো- চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ঢাকায় শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)। আর সেই আসরের লোগো উন্মোচন অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ম্যারাডোনা সেই অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় আসবেন।
দ্বিতীয় কারণটি হলো, ম্যারাডোনা দুই সপ্তাহ বাংলাদেশে থেকে বাংলাদেশের ফুটবলকে কিভাবে উন্নত করা যায় এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ বিভিন্ন ক্লাবকর্তাদের পরামর্শ দেবেন।
উল্লেখ্য, ২০১১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচও আয়োজনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম