স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখ থেকে বাংলাদেশের মাটিতে শুরু হবে টি-২০ ফরমেটের এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই ভারতের মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
দলে ফিরেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। বৃহস্পতিবার এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দু’টি টুর্নামেন্টের স্কোয়াডেই রয়েছেন মালিঙ্গা এবং ম্যাথিউস।
এছাড়াও ইঞ্জুরিতে থাকা অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ও পেসার নুয়ান কুলাসেকারাও জাতীয় দলে ফিরেছেন। দলে ফিরেছেন শিহান জয়সুরিয়াও।
দল থেকে বাদ পড়েছেন দিলহারা ফার্নান্দো, সিকুজি প্রশন্ন, দানুস্কা গুনাথিলাকা, আসিলা গুনারাত্নে, কাসুন রাজিথা ও বিনুরা ফার্নান্দো।
শ্রীলঙ্কার এশিয়া কাপ ও বিশ্বকাপ দল:
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সহ-অধিনায়ক), দিনেশ চান্দিমাল, তিলেকারাত্নে দিলশান, নিরোশান ডিকওয়েলা, শিহান জয়সুরিয়া, মিলিন্ডা সিরিবর্ধনে, ধাসুন শানাকা, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, দুশমান্থা চামিরা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েক, রঙ্গনা হেরাথ ও জাফরি ভান্ডারসে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম