বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৭:৪৭

পিএসএল শেষ না করে সাকিব এবং মুশফিকও ফিরে আসছেন

পিএসএল শেষ না করে সাকিব এবং মুশফিকও ফিরে আসছেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচগুলো না খেলেই দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তারা বৃহস্পতিবার রাতেই দেশে ফিরবেন। এর আগে তামিমও ফিরে এসেছেন।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মূলত আসন্ন এশিয়া কাপের জন্য অনুশীলন ক্যাম্পে যোগ দিতেই দেশে ফিরে আসেছেন। কারণ অনুশীলন শুরু হচ্ছে শনিবার (২০ ফেব্রুয়ারি)।

সাকিব-মুশফিকের পাশাপাশি তামিম ইকবালও পিএসএল মাতিয়ে দেশে ফিরছেন। তবে তিনি দেশে ফিরে এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিবেন না। সন্তান্সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এবারে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং এই ওপেনার। শুক্রবার তামিম আবারো ব্যাংককের পথ ধরবেন। সেখানেই স্ত্রীকে সময় দিবেন তিনি।

এশিয়া কাপের মূল পর্ব ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও শুক্রবার থেকে কোয়ালিফাইং রাউন্ড শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফ্রেবুয়ারি, ভারতের বিপক্ষে। মূল মঞ্চে মাঠে নামার আগে চারদিন প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে