বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০৬:৫৪

এশিয়া কাপে অবশ্যই আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ: মাশরাফি

এশিয়া কাপে অবশ্যই আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ: মাশরাফি

ঢাকা: এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগামী শনিবার থেকে অনুশীলনে ফিরছেন মাশরাফি বাহিনী। অনুশীলনে যোগ দিতে পাকিস্তান সুপার লিগে থেকে উড়ে আসছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।

গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে গিয়েছিলেন মাশরাফি-মাহমুদুল্লাহরা। চট্টগ্রামের প্রস্তুতি পর্ব শেষ করে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছে টাইগাররা। তিন দিনের ছুটি কাটিয়ে আগামী শনিবার থেকে মাঠের অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে টানা তৃতীয়বারে মতো ঢাকায় শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের ১৩তম আসর। তবে মূল পর্বের আগে শুক্রবার থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা।

যুব বিশ্বকাপ শেষ হলেও ক্রিকেট আর ক্রিকেটারদের ব্যস্ততা তাই শেষ হচ্ছে না। মেহেদী হাসান মিরাজের অনূর্ধ্ব-১৯ দল লাল-সবুজ পতাকা বয়ে নেয়ার ভার তুলে দিচ্ছে মাশরাফি বিন মর্তুজার দলের হাতে।

চট্টগ্রামে অনুশীলন পর্ব শেষ করা প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক ও নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আমরা টি২০তে খুব ভালো দল নই। চট্টগ্রামে অনুশীলনে ভুল-ত্রুটিগুলো নিয়েই কাজ করেছি। আমাদের চারটি ম্যাচ খেলতে হবে। আশা করি, এশিয়া কাপে অবশ্যই ভালো কিছু করবো ইনশাল্লাহ।’

তামিম ইকবালকে ছাড়াই এবার এশিয়া কাপে ভালো কিছু করতে হবে। প্রথম সন্তানের জন্মলগ্নে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন বাঁহাতি ওপেনার। ওই সময় তামিমের থাইল্যান্ডে থাকার কথা। এশিয়া কাপে তামিমকে দলে না পাওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এই সময় তামিমকে তার পরিবারের পাশেই থাকা উচিত।’
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে