বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৯:২৬

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব রেকর্ডধারী সেই ক্রিকেটারই দ.আফ্রিকার নতুন ব্যাটিং কোচ

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব রেকর্ডধারী সেই ক্রিকেটারই দ.আফ্রিকার নতুন ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আর এই ম্যাচের মধ্যে দিয়েই ব্যাটিং কোচ হিসেবে যাত্রা শুরু করছেন মারকুটে ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ টেস্ট খেলেছিলেন সেই ২০০৯ সালে। এতোদিন আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলে যাচ্ছিলেন। এই তো গত মাসেই ৪০ বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন।

৫৮ টি টেস্ট এবং ৬৪ টি ওয়ানডে খেলা ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তিটা আপতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে দায়িত্বে সফল হলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

ম্যাকেঞ্জির কিছু কৃতী:
২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রেইম স্মিথকে সাথে নিয়ে প্রথম উইকেটে ৪১৫ রানের বিশ্বরেকর্ড গড়েন। খেলায় তিনি তার সর্বোচ্চ ২২৬ রান করেন। এরপর ভারতের বিপক্ষেও ৯৪ ও অপরাজিত ১৫৫* করে তিনি খেলার ধারা অব্যাহত রাখেন।

জুলাইয়ে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিজে টানা নয় ঘন্টা অবস্থান করে ৪৪৭ বল মোকাবেলা করে ১৩৮ রান তোলেন। এর ফলে তৃতীয় দিনে দলকে ফলো-অন করা থেকে রক্ষা করেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চমকপ্রদ ফলাফল করায় উইজডেন কর্তৃক তিনি পাঁচজন ক্রিকেটারের একজন হিসেবে মনোনীত হন। এএফপি, রয়টার্স।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে